চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে সাধারণ শিক্ষার্থীদের যেকোনো মতামত মেনে নেওয়ার ঘোষণা দিয়েছে ছাত্রদল।
বুধবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয়।
তিনি বলেন, “অমোচনীয় কালি নিশ্চিত না করা, জালভোট প্রদান এবং স্বাক্ষরবিহীন বহু ব্যালট পেপার বিতরণসহ নানা অনিয়ম আমরা লক্ষ্য করেছি। তবুও শিক্ষার্থীরা এখন কী চায়, আমরা সেটির অপেক্ষায় আছি। শিক্ষার্থীরা যে মতামত দেবে, আমরা তা শ্রদ্ধার সঙ্গে মেনে নেব।”
সংবাদ সম্মেলনে ছাত্রদল প্যানেলের জিএস, এজিএসসহ অন্যান্য প্রার্থীরাও উপস্থিত ছিলেন।