
দেশে নভেম্বরের শেষ দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে মাসের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির উপযোগী পরিবেশ দেখা দিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এক পূর্বাভাসে সংস্থাটি জানায়, কয়েকদিনের বৃষ্টি বিরতির পর নভেম্বরের শেষ দিকে আবারও বৃষ্টিপাত হতে পারে। তাদের বিশ্লেষণে দেখা গেছে, দীর্ঘ নীরবতার পর আবারও বঙ্গোপসাগর উত্তাল হওয়ার ইঙ্গিত মিলছে।
বিডব্লিউওটি জানিয়েছে, মাসের শেষ সপ্তাহে ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবেই দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হতে পারে।
এ ছাড়া আগামী এক সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং সর্বোচ্চ তাপমাত্রা স্থিতিশীল থাকবে বলেও উল্লেখ করেছে সংস্থাটি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply