1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ২৩ মে ২০২৫, ১১:১৩ অপরাহ্ন

চাঁদপুরে মোটরসাইকেল ও রিকশার সংঘর্ষে ২ জন নিহত, আহত ২

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫

চাঁদপুর শহরের কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কে মোটরসাইকেল ও রিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং দুজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১৯ মে) দিবাগত মধ্যরাতে ডিসি অফিসের সামনের চেয়ারম্যান ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন ছাত্রদল নেতা সমুদ্র মাল, যিনি শহরের বাবুরহাট এলাকার মাল বাড়ির মনির মালের ছেলে। অপর নিহত রিকশাচালকের নাম ইসমাইল, তিনি নাটোর জেলার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত প্রায় বারোটায় একটি দ্রুতগতির মোটরসাইকেল শহর থেকে বাবুরহাটের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি রিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে, রিকশাটি দ্বিখণ্ডিত হয়ে যায়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বেলায়েত হোসাইন জানান, আহত চারজনের মধ্যে সমুদ্র মাল ও রিকশাচালক ইসমাইলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে বলে তিনি জানান।

আহতদের একজনকে চাঁদপুরে চিকিৎসা দেওয়া হচ্ছে, আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া জানান, দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেল ও রিকশা জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট