1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১১:৩০ অপরাহ্ন

অনুমোদনহীন কোর্সে প্রতারণা, পিটিএফকে এক লাখ টাকা জরিমানা

দিদারুল, স্টাফ রিপোর্টার, যশোর
  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫

যশোরের কেশবপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন না নিয়েই ভুয়া ভর্তি বিজ্ঞাপন দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার অভিযোগে প্যারামেডিকেল অ্যান্ড টেকনোলজি ফাউন্ডেশনকে (পিটিএফ) এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর শহরের মাইকেল মোড়ে অবস্থিত পিটিএফ নামক প্রতিষ্ঠানটির সামনে সাইনবোর্ডে বিভিন্ন কোর্সের ভর্তির বিজ্ঞাপন ঝোলানো ছিল। অথচ এসব কোর্সের কোনো অনুমোদন স্বাস্থ্য অধিদপ্তর থেকে নেওয়া হয়নি। ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বিজ্ঞাপনগুলো ভুয়া বলে প্রমাণ পায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন জানান, প্রতিষ্ঠানটির শুধুমাত্র পল্লী চিকিৎসক কোর্স পরিচালনার অনুমোদন রয়েছে। কিন্তু তারা অনুমোদনহীন কোর্সের বিজ্ঞাপন দিয়ে শিক্ষার্থীদের বিভ্রান্ত করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৪ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এ কে আজাদ ইকতিয়ারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট