রাজধানীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
রোববার (১৬ নভেম্বর) সরেজমিনে ফার্মগেট, বাংলামোটর, গুলিস্তান, যাত্রাবাড়ীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের চেকপোস্ট দেখা গেছে। সন্দেহভাজন ব্যক্তিদের থামিয়ে তল্লাশি করা হচ্ছে। মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনেও সামান্য সন্দেহ হলেই তল্লাশি চালানো হচ্ছে।
এদিকে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকাসহ চার জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে রোববার থেকে ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরে বিজিবির টহল দল মাঠে রয়েছে।
মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও আরও দুইজনের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায়। সেখানে পর্যাপ্তসংখ্যক সেনা সদস্য মোতায়েনের জন্য সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে সেনাসদরে চিঠি পাঠানো হয়েছে।
উল্লেখ্য, সোমবার (১৭ নভেম্বর) জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে। বাংলাদেশ টেলিভিশন রায়টি সরাসরি সম্প্রচার করবে। রায়কে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানী ও আশপাশের জেলায় সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।