রাজধানীর মিরপুরের রূপনগরে রাসায়নিকের গুদামে লাগা আগুন সম্পূর্ণ নেভাতে ‘কয়েকদিন সময় লাগতে পারে’ বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ১১টার দিকে ঘটনাস্থলে দাঁড়িয়ে তিনি সাংবাদিকদের জানান, বুধবার বুয়েটের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করবে, এরপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, “সারা রাত আমাদের কিছু সদস্য সেখানে অবস্থান করবেন যাতে আগুন আবার জ্বলে উঠলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়। এখনো ধোঁয়া উঠছে, কারণ ভেতরে বিভিন্ন ধরনের রাসায়নিক রয়েছে। এ ধরনের কেমিক্যাল দুর্ঘটনা মোকাবিলায় নির্দিষ্ট প্রটোকল অনুসরণ করতে হয়, তাই সময় লাগবে।”
ফায়ার সার্ভিসের মহাপরিচালক আরও বলেন, “আগুন আপাতত নিয়ন্ত্রণে আছে, তবে নির্বাপণ বলা যাবে না। দ্রুত নেভাতে গেলে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। টঙ্গীর ঘটনাতেও সাত-আট দিন সময় লেগেছিল। নিরাপত্তাই আমাদের অগ্রাধিকার।”
তিনি প্রশাসন ও স্থানীয়দের উদ্দেশে বলেন, “যেখানে অননুমোদিত গুদাম থাকবে, সেখানে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
সচেতনতার আহ্বান জানিয়ে তিনি বলেন, “যথাযথ নিয়ম মেনে কেমিক্যাল গুদাম স্থাপন করা জরুরি।”