1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৭:২৯ পূর্বাহ্ন

ছাত্রদলের সমাবেশ আজ শাহবাগে: ‘সুশৃঙ্খল উপস্থিতি’ প্রত্যাশা, বিশেষ ট্রেনেও কর্মীরা

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে আজ (রোববার, ৩ আগস্ট) দুপুর ২টায় একটি বড় সমাবেশ আয়োজন করছে জাতীয়তাবাদী ছাত্রদল। সমাবেশকে ঘিরে মঞ্চ প্রস্তুতসহ যাবতীয় আয়োজন সম্পন্ন হয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করবেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।

দুপুর ১২টা থেকেই ছাত্রদলের নেতাকর্মীরা শাহবাগে জমায়েত হতে শুরু করেছেন। তারা তারেক রহমান ও জিয়া পরিবারের নামে স্লোগান দিচ্ছেন।

সমাবেশে অংশগ্রহণকারীদের জন্য ব্যানার, ফেস্টুন বা প্ল্যাকার্ড সঙ্গে না আনতে অনুরোধ জানানো হয়েছে। ঢাকাবাসীর স্বাভাবিক চলাচলে সম্ভাব্য বিঘ্নের জন্য আগাম দুঃখ প্রকাশ করেছে আয়োজক সংগঠন।

সমাবেশ সফল করতে ছাত্রদল সারাদেশে প্রায় ৯০টি সাংগঠনিক টিম গঠন করেছে। দেশের প্রতিটি জেলা ও মহানগর ইউনিট থেকে নেতাকর্মীদের ঢাকায় আনতে নেওয়া হয়েছে সুসংগঠিত প্রস্তুতি।

চট্টগ্রাম থেকে ঢাকামুখী কর্মীদের আনতে আজ সকাল ৭টা ১৫ মিনিটে একটি ২০ বগির বিশেষ ট্রেন ছেড়ে এসেছে। ট্রেনটি দুপুর ১টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে এবং সমাবেশ শেষে সন্ধ্যা ৭টায় চট্টগ্রামের উদ্দেশ্যে ফিরে যাবে।

ছাত্রদল নেতাদের দাবি, জুলাই-আগস্টের গণআন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এ সমাবেশের মাধ্যমে তারা জাতির সামনে একটি নতুন রাজনৈতিক বার্তা উপস্থাপন করতে চান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!