1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১১:০৩ অপরাহ্ন

ভারতের কৌশলগত সামরিক মহড়া ‘তিস্তা প্রহার’: প্রতিবেশীদের বার্তা?

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

ভারতের সামরিক বাহিনী সম্প্রতি পশ্চিমবঙ্গের তিস্তা নদীর অববাহিকায় অবস্থিত ‘তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জে’ একটি পূর্ণাঙ্গ সামরিক মহড়া সম্পন্ন করেছে, যার নামকরণ করা হয়েছিল ‘তিস্তা প্রহার’। এই মহড়া গত সপ্তাহে তিন দিন (৮ থেকে ১০ মে) ধরে চলেছে।

মহড়ার অবস্থান ও গুরুত্ব
মহড়ার স্থান ভারতের তথাকথিত ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডরের খুব কাছেই অবস্থিত, যা ভারতের মানচিত্রে মাত্র ১৭ কিলোমিটার চওড়া একটি সরু অংশ, যা উত্তর-পূর্ব ভারতকে বাকি দেশের সঙ্গে সংযুক্ত করেছে। এই করিডরটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সামরিক প্রস্তুতির প্রদর্শনী
গুয়াহাটিতে ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র বৃহস্পতিবার (১৫ মে) জানিয়েছেন, ‘তিস্তা প্রহার’ মহড়ার লক্ষ্য ছিল নদীবিধৌত অঞ্চলের চ্যালেঞ্জিং পরিবেশে বাহিনীর ‘যৌথ কমব্যাট স্ট্র্যাটেজি’ এবং যুদ্ধকালীন প্রস্তুতি প্রদর্শন করা। এই মহড়ায় আধুনিক অস্ত্রশস্ত্র, ট্যাকটিক্যাল ড্রিল, এবং দ্রুত অভিযান চালানোর সক্ষমতার পরীক্ষা করা হয়েছে।

সেনাবাহিনীর প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা গেছে, এই মহড়ায় আর্টিলারি ট্যাংক, হেলিকপ্টার, সারফেস-টু-এয়ার মিসাইল এবং অত্যাধুনিক ড্রোন ব্যবহার করা হয়েছে, যা বাহিনীর আধুনিকীকরণ ও উৎকর্ষের প্রতীক।

রুটিন এক্সারসাইজ নয়
দিল্লিতে সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, ‘তিস্তা প্রহার’কে ঠিক ‘রুটিন এক্সারসাইজ’ বলা যাবে না, কারণ তিস্তার অববাহিকায় এই মাপের সামরিক মহড়া সাম্প্রতিক কালে কখনো হয়নি।

কৌশলগত বার্তা
লন্ডনভিত্তিক জিওপলিটিক্যাল বিশ্লেষক প্রিয়জিৎ দেবসরকার বিবিসিকে বলেছেন, এই মহড়ার মাধ্যমে ভারত তার প্রতিবেশী দেশগুলোকে একটি কৌশলগত বার্তা দিতে চেয়েছে। তিনি বলেন, ‘এর মধ্যে সূক্ষ্ম প্ররোচনার উপাদান থাকতে পারে, যা বাংলাদেশের ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে খুশি করবে না।’

সূত্রঃ বিবিসি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট