মালয়েশিয়ার রাজধানী কুয়ালা লামপুরে তিন দিনের সফরে পৌঁছেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। অভিবাসন ও বিনিয়োগকে বিশেষ গুরুত্ব দিয়ে এ সফরে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়াতে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।
সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কুয়ালা লামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা। সেখানে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিয়ন ইসমাইল গার্ড অব অনার দিয়ে তাকে স্বাগত জানান।
সফরের দ্বিতীয় দিনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন দুই দেশের প্রতিনিধি দল। এসময় অন্তত পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর হবে বলে জানা গেছে। তবে প্রতিরক্ষা, জ্বালানি, ব্যবসায়িক কাউন্সিল গঠন, উচ্চশিক্ষা, কূটনৈতিক প্রশিক্ষণ ও হালাল অর্থনীতি বিষয়েও মোট আটটি সমঝোতা স্মারক ও নোট বিনিময়ের সম্ভাবনা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাহ আসিফ রহমান জানান, প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠক করবেন। সেখানে নতুন কর্মী নিয়োগ, পেশাদারদের সুযোগ-সুবিধা নিশ্চিতকরণসহ অভিবাসন সংক্রান্ত নানা বিষয় আলোচনা হবে। পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও জনযোগাযোগ খাতে সম্ভাবনা নিয়ে কথা হবে।
মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিষয়ে এবং জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ও ফেরত পাঠানোর প্রক্রিয়ায় তথ্য আদান-প্রদান জোরদারের বিষয়েও আলোচনা হবে।
সফরের শেষ দিনে প্রধান উপদেষ্টা ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়ার (ইউকেএম) আচার্য ও রাজা তুয়াংকু মুহরিয ইবনি আলমারহুম তুয়াংকু মুনাওয়ির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে এবং তিনি শিক্ষার্থীদের উদ্দেশে স্মারক বক্তৃতা দেবেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রথম বাংলাদেশ সফর করেন। এবার তার আমন্ত্রণে প্রধান উপদেষ্টা কুয়ালা লামপুর সফর করছেন।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত