1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন

দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব (একাংশ) মুজিবুল হক চুন্নু

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব (একাংশ) মুজিবুল হক চুন্নু ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। তিনি স্বীকার করেন, নির্বাচনে অংশ নেওয়া কোনো বেআইনি কাজ ছিল না, তবে নৈতিকভাবে যদি কোনো ভুল বা ভ্রান্তি হয়ে থাকে, তা তিনি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানান।

শনিবার (৯ আগস্ট) ইমানুয়েল পার্টি সেন্টারে জাপার ১০তম জাতীয় কাউন্সিলে তিনি বলেন, “গত প্রায় চার বছর আমি মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছি। ভুলভ্রান্তি আমার থাকতে পারে, সেগুলো ক্ষমা করবেন। রাজনীতিতে দলীয় সিদ্ধান্তে সব সময় হয়তো সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি। এজন্য সমালোচনা ও কটূক্তিও সহ্য করেছি।”

চুন্নু আরও বলেন, “আমাদের অনেক সময় বিভিন্ন দলের সহযোগী বা স্বৈরাচার সহযোগী বলা হয়েছে। আমি মনে করি, আমরা দলীয়ভাবে নির্বাচনে অংশ নিয়ে কোনো বেআইনি কাজ করিনি। তবুও নৈতিকভাবে কোনো ভুল বা ভ্রান্তি হয়ে থাকলে, জাতীয় পার্টির পক্ষ থেকে দেশবাসীর কাছে আমি নিঃশর্ত ক্ষমা চাই।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!