1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন

ডাকসু নির্বাচন: ভিপি প্রার্থী আবিদুলের বিরুদ্ধে অভিযোগ, নিয়ম ভাঙেননি দাবি

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

ডাকসু নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খানের বিরুদ্ধে। তবে নির্বাচনী আচরণবিধির ১২ (খ) ধারায় স্পষ্ট বলা আছে, প্রার্থীসহ অনুমোদিত ব্যক্তিরা ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। সেই হিসেবে আবিদুল ইসলাম খানের কেন্দ্র প্রবেশ নিয়মবিরুদ্ধ নয়।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রে প্রবেশ করেন আবিদুল ইসলাম খান। তিনি জগন্নাথ হলের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত অংশে যান।

এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা কাজী মোস্তাক গাউসুল হক সকালে সাংবাদিকদের বলেন, “প্রার্থীদের ভোটকেন্দ্রে প্রবেশের কোনো সুযোগ নেই। আমি জহুরুল হকের কেন্দ্রে ছিলাম, বিষয়টি জানি না। খোঁজ নিচ্ছি।” পরে জগন্নাথ হল কেন্দ্র ঘুরে এসে তিনি জানান, “আমি আসার পর কাউকে পাইনি। আর কেউ ঢুকতে পারবে না।”

অন্যদিকে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই তিনি ভোটকেন্দ্রে প্রবেশ করেছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!