1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০১:০৫ অপরাহ্ন

চকরিয়ায় দুই গ্রুপের সংঘর্ষে গুলিতে প্রবাস ফেরত ব্যক্তির মৃত্যু

জামিলুর, কক্সবাজার প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

কক্সবাজারের চকরিয়া উপজেলার চিংড়িজোন এলাকায় মৎস্য ঘেরের দখল ও চাঁদাবাজি নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলিতে মো. সিরাজুল ইসলাম (৩৭) নামে এক প্রবাস ফেরত ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (২৫ অক্টোবর) বিকেল আড়াইটার দিকে উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনা চেরা বটতলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম ওই এলাকার ওমর আলীর ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন এবং দেশে ফিরে নেজাম গ্রুপের সঙ্গে যুক্ত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চকরিয়ার চিংড়িজোন খ্যাত চরণদ্বীপ ও রামপুর এলাকায় জাহাঙ্গীর আলম ও নেজাম উদ্দিন গ্রুপের মধ্যে মৎস্য ঘের থেকে চাঁদা আদায় ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর নেজাম উদ্দিন জাহাঙ্গীর গ্রুপ থেকে বের হয়ে আলাদা গ্রুপ গঠন করেন। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে সংঘাত চলছিল।

এর জের ধরে শনিবার সকালে সওদাগরঘোনা চেরা বটতলী এলাকায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও গোলাগুলি শুরু হয়। বিকেল আড়াইটার দিকে পুনরায় সংঘর্ষ শুরু হলে গুলিবিদ্ধ হন নেজাম গ্রুপের সদস্য মো. সিরাজুল ইসলামসহ আরও দুজন।

গুরুতর আহত অবস্থায় সিরাজুল ইসলামকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে অপর দুই আহত ব্যক্তির নাম জানা যায়নি।

চকরিয়া থানার ওসি (তদন্ত) ইয়াসিন মিয়া বলেন, “আধিপত্য বিস্তার নিয়ে গুলিতে একজন নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে অভিযান চলছে।”

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!