রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে জাহিদ হোসেন (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে গুরুতর আহত হন জাহিদ। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত জাহিদ মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকার মৃত ইমরানের ছেলে। তিনি পাঁচ বোন ও দুই ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন।
জাহিদের বন্ধু আফতাব হোসেন জানান, ভোর পৌনে ৪টার দিকে তারা কয়েকজন বন্ধু একসঙ্গে ঘুরতে বের হয়েছিলেন। এসময় হঠাৎ দুই গ্রুপের সংঘর্ষে তারা পড়েন। সংঘর্ষের মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হয়ে জাহিদ গুরুতর আহত হন। পরে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি হলে ঢামেকে নেওয়া হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।