শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যার ভূমিকম্পের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা আগামীকাল রবিবার বন্ধ ঘোষণা করা হয়েছে। রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
আগামীকালকের পর আরও ছুটি থাকবে কি না—এ বিষয়ে জানতে চাইলে জানা যায়, শনিবার রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হবে। সভা শেষে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
ভূমিকম্পে শিক্ষার্থী আহত
শনিবার সন্ধ্যার ভূমিকম্পে শামসুন্নাহার হলের ৩ জন শিক্ষার্থী আতঙ্কে দ্রুত ভবন থেকে নামতে গিয়ে আহত হন।
এর আগে শুক্রবার সকালের ভূমিকম্পে বিশ্ববিদ্যালয়ের অন্তত ১০টি হলের দেয়ালে নতুন ফাটল দেখা দেয় এবং পলেস্তারা খসে পড়ে। এ ঘটনায় প্রায় ২২ জন শিক্ষার্থী আহত হয়ে চিকিৎসা নেন। অনেকের পা মচকে যায়, কেউ জ্ঞান হারান, আবার অনেকেই গুরুতর আতঙ্কে পড়ে যান।