চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজের ওয়াকিটকিতে দেওয়া বক্তব্য ফাঁসের অভিযোগে কনস্টেবল অমি দাশকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৭ আগস্ট) দিবাগত রাতে খুলশী থানা পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে বলে সিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন।
অমি দাশ পুলিশের টেলিকম ইউনিটের সদস্য। বর্তমানে তিনি প্রেষণে খুলশী থানায় কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়ায়, বাবার নাম রাজিব দাশ।
এর আগে, গত ১২ আগস্ট সিএমপি কমিশনার হাসিব আজিজ ওয়াকিটকিতে নির্দেশ দিয়েছিলেন—টহল বা অভিযানের সময় কেউ অস্ত্র বের করলে আত্মরক্ষার্থে দেখামাত্র গুলি চালাতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে বন্দর থানার এক কর্মকর্তা গুরুতর আহত হওয়ার পর তিনি এ নির্দেশ দেন। ওই নির্দেশের ওয়াকিটকি বার্তা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
গোপন বার্তা ফাঁস হওয়ায় পুলিশ প্রশাসনের ভেতরে অস্বস্তি দেখা দেয়। বিষয়টি তদন্তে একাধিক টিম গঠন করা হয় এবং পরবর্তীতে ভিডিও ধারণকারীর পরিচয় শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত