1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৯:২৭ অপরাহ্ন

মহেশখালীতে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার

জামিলুর, কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫

কক্সবাজারের মহেশখালী উপজেলায় যৌথ অভিযান চালিয়ে তিনটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, ২০ রাউন্ড তাজা গুলি এবং পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী। বুধবার (৩০ জুলাই) ভোরে মহেশখালীর হোয়ানক ইউনিয়নের কেরুনতলী এলাকায় এই অভিযান চালানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের মহেশখালী স্টেশন এবং নৌবাহিনীর সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় সন্ত্রাসীরা যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্ট গার্ড জানিয়েছে, অভিযানে উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ আইনগত প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক বলেন, “দেশের আইনশৃঙ্খলা রক্ষায় কোস্ট গার্ডের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এদিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পাহাড়ঘেরা এই দ্বীপে দীর্ঘদিন ধরে সন্ত্রাসীরা সক্রিয় রয়েছে। তাদের মতে, স্থলের পাশাপাশি পাহাড়ের অভ্যন্তরে সন্ত্রাসীদের আস্তানা এবং অস্ত্র তৈরির অস্থায়ী কারখানাও রয়েছে। তারা যৌথ বাহিনীর নিয়মিত চিরুনি অভিযান দাবি করেছেন।

হোয়ানক এলাকার একাধিক বাসিন্দা বলেন, “সন্ত্রাসীদের মূল আস্তানা পাহাড়ে। সেখান থেকে অস্ত্রের সরবরাহ চালানো হয়। তাই সেখানে অভিযান চালানো না হলে এসব কার্যক্রম বন্ধ করা সম্ভব নয়।”

স্থানীয় বিশিষ্টজনেরাও পাহাড়ে আরও কঠোর ও ধারাবাহিক অভিযান চালানোর পক্ষে মত দিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!