1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

শৈত্যপ্রবাহের ঠান্ডা হিমেল হাওয়ায় কাঁপছে সারাদেশ

জাহারুল ইসলাম জীবন, বিশেষ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

পৌষের শেষ আর মাঘের আগমনে প্রকৃতিতে এখন দাপুটে শীত। উত্তরবঙ্গ ছাড়িয়ে শৈত্যপ্রবাহের হিমেল হাওয়ার প্রচন্ড ঠান্ডারচাঁদর ও ঘন কুয়াশার আচ্ছাদনে ঘেরা মৃদু আলো আঁধার আর সূর্য্যের লুকোচুরি এখন সম্প্রতি দেশের সবচেয়ে শীত ও গরম আবহাওয়া প্রবণ এলাকায় পরিনত হওয়া অঞ্চল মেহেরপুর-চুয়াডাঙ্গা সহ সারা দেশে। ভোরের ঘন কুয়াশার চাঁদর ভেদ করে যখন সূর্যের দেখা মেলে, ততক্ষণে জনজীবনে নেমে আসে স্থবিরতা। তবে এই হাড়কাঁপানো শীতের মাঝেও বাংলার জনপদে উঁকি দিচ্ছে হাজার বছরের ঐতিহ্য-গাছিদের গাছ ছাঁটা, মাটির কলসিতে ফোঁটায় ফোঁটায় জমা হওয়া টাটকা খেঁজুরের রস আর ঘরে ঘরে পিঠা-পুলির উৎসব। শীতের বিপরীত দিকে তাকালেই দেখা যায়, মুদ্রার উল্টো পিঠের নির্মম বাস্তবতায় নিম্নবৃত্ত ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের বেঁচে থাকার তীব্র লড়াইয়ের হাড় কাঁপুনি ঠান্ডার করুন রূপ!

১. আবহমান বাংলার ঐতিহ্য খেঁজুর রস ও পিঠার ঘ্রাণ:- গ্রাম বাংলার শীত মানেই ভোরের আলো ফোঁটার আগে গাছিদের কাঁধে রসভর্তি মাটির কলসি। কনকনে ঠান্ডার মাঝেও মাটির উনুনে তৈরি ধোঁয়া ওঠা ভাঁপা, চিতই কিংবা দুধ-পুলি পিঠার স্বাদ বাঙ্গালির ডিএনএ-তে মিশে আছে। নতুন গুড়ের মৌ মৌ গন্ধে মুখরিত হয় বাড়ির আঙ্গিনা। কুয়াশার চাঁদরে ঢাকা সকালে মুড়ি আর টাটকা খেঁজুরের রস-এ যেন এক আদিম প্রশান্তি। এই ঐতিহ্য কেবল রসনাবিলাস নয়, বরং আমাদের শিকড়ের এক অবিচ্ছেদ্য অংশ।

২. বর্তমান উত্তরবঙ্গের হাড়কাঁপানো শৈত্যপ্রবাহ পরিস্থিতি বিরাজমান:- গত কয়েকদিন ধরে দেশের উত্তরাঞ্চলসহ (দিনাজপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম ও রাজশাহী) বিভিন্ন জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, তাপমাত্রা অনেক স্থানেই ৮°C থেকে ১০°C-এর নিচে নেমে এসেছে। হিমালয় থেকে আসা উত্তরীয় হাওয়ায় জনজীবন বিপর্যস্ত। বিশেষ করে নদী অববাহিকার চরাঞ্চলগুলোতে কুয়াশার দাপটে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে হচ্ছে।

৩. জীবন যেখানে শীতের কঠিন বাস্তবতায় নিম্নবিত্তের ঘরে শীত নিবারণে হাহাকার:- শীতের এই সৌন্দর্য সবার জন্য আনন্দদায়ক নয়। বিশেষ করে উত্তরবঙ্গের শ্রমজীবী এবং দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে শীত এক বিভীষিকার নাম।

* পোশাকের স্বল্পতা:- এক টুকরো গরম কাপড়ের অভাবে অনেক পরিবার খঁড়কুটো জ্বালিয়ে আগুন পোহাচ্ছে সকাল ও সন্ধ্যায় শীতের তীব্রতা কিছুটা নিবারনের জন্য।
* নিম্নবৃত্ত-নিম্নমধ্যবিত্ত পরিবার গুলোর শীতের সঙ্গে লড়াই:- আকাশচুম্বী দ্রব্যমূল্যের বাজারে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর কাছে নতুন সোয়েটার বা কম্বল কেনা এখন বিলাসিতা। গ্রাম্য হাট বাজার ও শহরের ফুটপথের ধারে অল্প দামের পুরনো কাপড়ের দোকান গুলোতে উপচে পড়া ভিড়ই বলে দিচ্ছে মানুষের অর্থনৈতিক সীমাবদ্ধতার গোপন অবস্থার কথা।
* করুণ চিত্র:- কুয়াশাভেজা সকালে পাতলা সুতি চাদর গায়ে দিয়ে ভ্যান চালানো চালক কিংবা রেললাইনের ধারে প্লাস্টিক মুড়িয়ে শুয়ে থাকা মানুষগুলোর হাড়কাঁপানো থরথরানি এক নিদারুণ বাস্তবতাকে ফুটিয়ে তোলে।

৪. কৃষি ও জনস্বাস্থ্যের ওপর প্রভাব:- তীব্র শীত ও কুয়াশায় বোরো ধানের বীজতলা এবং রবি শস্যের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। পাশাপাশি হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগ-নিউমোনিয়া, জ্বর সহ সর্দি কাশি, অ্যাজমা-হাঁপানি- শ্বাসকষ্ট এবং ডায়রিয়ার প্রকোপ। বিশেষ করে শিশু ও বয়স্কদের অবস্থা সবচেয়ে শোচনীয়।

বাস্তব চিত্রে শীতের সকাল যেমন আমাদের ঐতিহ্যের কথা মনে করিয়ে দেয়, তেমনি সমাজের বিশাল এক অংশের অসহায়ত্বের চিত্রও আমাদের সামনে উন্মোচিত করে। একদিকে খেজুরের রস-গুড়ের মিষ্টি স্বাদ, অন্যদিকে কনকনে ঠান্ডায় এক চিলতে উষ্ণতার জন্য হাহাকার-এই দুইয়ের মেলবন্ধনেই বাংলাদেশের বর্তমান শীতকাল। এই পরিস্থিতিতে সরকারের পাশাপাশি বিত্তবান ও মানবিক সংস্থাগুলোর উচিত শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো, যাতে শীতের সকাল কেবল যন্ত্রণার নয়, বরং সবার জন্য আরামদায়ক এবং ঋতুর বৈচিত্রে শীত হয়ে উঠুক সবার জীবনে উৎসবের ইমেজ ও আবহমান বাংলার চিরচারিত প্রাকৃতিক স্নিগ্ধতার রুপ।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!