আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে বরগুনার বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সরকারি বামনা কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. জাকির হোসেন (৫৯) মারা গেছেন।
মৃত জাকির হোসেন বামনা সদর ইউনিয়নের নিজ আমতলী গ্রামের মৃত নুরুল ইসলাম পঞ্চায়েতের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, চার দিন আগে হঠাৎ জ্বরে আক্রান্ত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তার ডেঙ্গু শনাক্ত হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই আজ বিকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
সরকারি বামনা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জয়নুল আবেদীন বলেন, “মো. জাকির হোসেন একজন দায়িত্বশীল ও ভালো শিক্ষক ছিলেন। তিনি সহকর্মীসহ শিক্ষার্থীদের সঙ্গে সর্বদা সদাচরণ করতেন। আমরা আমাদের একজন ঘনিষ্ঠ সহকর্মীকে হারালাম।”