চিত্রনায়িকা নুসরাত ফারিয়া গত ১৮ মে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হন এবং পরে আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়। জামিনে মুক্তি পাওয়ার পর কিছুদিন সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে ছিলেন তিনি। ভক্তদের উদ্দেশে জানান, তিনি গুরুতর অসুস্থ এবং ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন।
সম্প্রতি ফারিয়া আবারও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হয়েছেন। নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি নতুন সিনেমা নিয়ে পোস্ট দিয়েছেন তিনি। এতে জানানো হয়, ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তার অভিনীত ঈদুল ফিতরের সিনেমা ‘জ্বীন-৩’।
সিনেমার পোস্টার শেয়ার করে নুসরাত ফারিয়া লেখেন, “অন্ধকারে লুকিয়ে আছে এক ভয়ংকর সত্য। ‘জ্বীন-৩’ থেকে এবার কেউ রেহাই পাবে না।” এরপর তিনি উল্লেখ করেন, “৮ জুলাই বিকাল ৩টা, বিশ্বব্যাপী ডিজিটাল মুক্তি।”
‘জ্বীন’ ও ‘জ্বীন-২’ সিনেমার সাফল্যে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয় সিরিজের তৃতীয় কিস্তি ‘জ্বীন-৩’। এটি একটি বাস্তব ঘটনার ছায়া অবলম্বনে নির্মাণ করেছেন পরিচালক কামরুজ্জামান রোমান। সিনেমাটিতে নুসরাত ফারিয়ার পাশাপাশি আরও অভিনয় করেছেন সজল, নাদের চৌধুরী, তানিয়া আহমেদ ও মোস্তফা হীরা।
‘জ্বীন-৩’ মুক্তির মধ্য দিয়ে অভিনেত্রী আবারও ফিরে এসেছেন আলোচনায় ও কাজে।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত