ইংরেজিতে দক্ষ নন, সিনেমায়ও তেমন দেখা যায় না—তবুও আয় দিয়ে বলিউডের অনেক তারকাকে টেক্কা দেন কপিল শর্মা। মাত্র ৫০০ টাকা পারিশ্রমিকে ক্যারিয়ার শুরু করা এই কৌতুকশিল্পী এখন একক শো করেই আয় করছেন প্রায় ১৯৫ কোটি টাকা।
পাঞ্জাবের এক মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা কপিল প্রথমে গায়ক হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বাই যান। তবে ভাগ্য বদলে যায় কমেডি জগতে পা রেখে। ‘কমেডি নাইটস উইথ কপিল’ ও ‘দ্য কপিল শর্মা শো’ বদলে দেয় ভারতীয় টিভি কমেডির ধারা।
‘দ্য কপিল শর্মা শো’-এর প্রতিটি সিজনে ১৩টি পর্ব করে, এবং কপিল প্রতি পর্বে পান ৫ কোটি টাকা। প্রথম, দ্বিতীয় ও চলতি তৃতীয় সিজনে তার মোট আয় দাঁড়িয়েছে ১৯৫ কোটি টাকা।
ওটিটিতেও দারুণ জনপ্রিয় এই শো। টিভি ও মঞ্চ ছাড়িয়ে বাস্তব জীবনেও হাস্যোজ্জ্বল কপিল আজ ভারতের অন্যতম জনপ্রিয় সঞ্চালক এবং বিনোদন দুনিয়ার সফল তারকা।