1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০১:৪৫ অপরাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সব কমিটি স্থগিত

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারাদেশের সকল কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। রোববার (২৭ জুলাই) এক জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনটির নতুন কমিটির নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে আহ্বায়ক রিফাত রশিদ জানান, অর্গানোগ্রামের জরুরি বৈঠকে সম্মিলিত সিদ্ধান্তে উপনীত হয়ে জানানো যাচ্ছে যে, কেন্দ্রীয় কমিটি ছাড়া সারাদেশের সব কমিটি আজ থেকে আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হলো। তিনি বলেন, “সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, তা পরবর্তীতে আলোচনার মাধ্যমে জানানো হবে।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সদস্য সচিব হাসান ইনাম, দপ্তর সম্পাদক শাহদাত হোসেনসহ অন্যান্য নেতারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!