সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নে আজ বুধবার (৩ ডিসেম্বর) থেকে সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ বা তালাবদ্ধ কর্মসূচি শুরু হয়েছে। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের এক প্রেস বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।
সংগঠনটি জানায়, অর্থ মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি অনুযায়ী তিন দফা দাবি বাস্তবায়নে ২২ দিন অতিবাহিত হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় এই কঠোর কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত লাগাতার পরীক্ষা বর্জনসহ বিদ্যালয় তালাবদ্ধ থাকবে।
বিবৃতিতে আরও বলা হয়, যৌক্তিক দাবি আদায় আন্দোলনের নেতৃত্ব দেওয়ায় সংগঠনের চার আহ্বায়ক—মো. আবুল কাসেম, মোহাম্মদ শামছুদ্দিন মাসুদ, খাইরুন নাহার লিপি এবং মু. মাহবুবুর রহমান—এবং ২০২৩ ও ২০২৫ ব্যাচের শিক্ষকদের শোকজ করার প্রতিবাদে আজ বুধবার সকাল ১১টায় দেশের প্রতিটি উপজেলা শিক্ষা অফিসের সামনে প্রতিবাদ সমাবেশ হবে।
এ ছাড়া দাবিগুলো বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার বিকেল ৪টায় সারাদেশে একযোগে প্রতিটি জেলার জেলা প্রশাসকের কাছে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।
বিবৃতিতে আশা প্রকাশ করা হয়, প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রতিশ্রুত দাবিগুলো বাস্তবায়ন করে প্রাথমিক বিদ্যালয়গুলোর অচলাবস্থা দূর করবেন এবং শিক্ষকদের শ্রেণিকক্ষে ফিরে গিয়ে পরীক্ষা গ্রহণের সুযোগ করে দেবেন।
প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের তিন দফা দাবি:
১. সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করা
২. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন
৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি