কাতার ও সৌদি আরবের আহ্বানে সাড়া দিয়ে পাকিস্তানের সঙ্গে চলমান সংঘাত আপাতত বন্ধ করেছে আফগানিস্তান।
রোববার (১২ অক্টোবর) ভারতের নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি।
তিনি বলেন, “পাকিস্তানের বেশিরভাগ মানুষ শান্তিপ্রিয় এবং আফগানিস্তানের সাথে সুসম্পর্ক চায়। পাকিস্তানের বেসামরিক নাগরিকদের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই।”
তবে তিনি সতর্ক করে বলেন, “যখন কেউ আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা করে, তখন সব বেসামরিক নাগরিক, সরকার প্রধান, উলেমা ও ধর্মীয় নেতারা দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেন। পাকিস্তান যদি শান্তি ও সুসম্পর্ক না চায়, তাহলে আফগানিস্তানের কাছে অন্য বিকল্পও রয়েছে।”
এর আগে শনিবার (১১ অক্টোবর) রাতভর আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে তীব্র সংঘর্ষ হয়। পাকিস্তানের সেনাবাহিনীর দাবি, তাদের হামলায় দুই শতাধিক আফগান তালেবান ও অন্যান্য যোদ্ধা নিহত হয়েছে। একই ঘটনায় পাকিস্তানি সেনার ২৩ সদস্য নিহত ও ২৯ জন আহত হয়েছেন।
অন্যদিকে, আফগান তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেন, তাদের পাল্টা হামলায় পাকিস্তানি সেনার ৫৮ জন নিহত হয়েছেন, আর আফগানদের নয়জন প্রাণ হারিয়েছেন।
সংবাদ সম্মেলনে মুত্তাকি জানান, কাবুল শনিবার রাতে তার “সামরিক লক্ষ্য অর্জন করেছে” এবং কাতার ও সৌদি আরবের মধ্যস্থতায় আপাতত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।