1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন

সমর্থকদের মারামারিতে ম্যাচ পরিত্যক্ত

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে কোপা সুদামেরিকানার শেষ ষোলোর ম্যাচে চরম সহিংসতার কারণে খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। স্বাগতিক ইন্ডিপেনডিয়েন্তে ও চিলির ইউনিভার্সিদাদ দে চিলে–এর মধ্যকার এই ম্যাচে দর্শকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৯ জন আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হলে ১৬ জনকে ছাড়পত্র দেওয়া হয়, তবে একজন গুরুতর আহত হয়ে বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

চিলির ক্লাব ইউনিভার্সিদাদ দে চিলে অভিযোগ করেছে, তাদের সমর্থকদের ওপর ইন্ডিপেনডিয়েন্তের দর্শক ও স্থানীয় পুলিশ বর্বরোচিত হামলা চালিয়েছে। তারা আরও দাবি করে, প্রায় ১০০ চিলিয়ান সমর্থককে গ্রেপ্তার করা হলেও স্বাগতিক দলের কোনো হামলাকারীকে আটক করা হয়নি। অভিযোগে উল্লেখ করা হয়, ইন্ডিপেনডিয়েন্তের সমর্থকরা ড্রেসিংরুমে ঢুকে খেলোয়াড়দের ওপর হামলার চেষ্টা চালায় এবং টিম বাস ভাঙচুর করে।

অন্যদিকে, ইন্ডিপেনডিয়েন্তে ক্লাব অভিযোগ অস্বীকার করে জানায়, সফরকারী সমর্থকরাই প্রথমে সিসিটিভি ক্যামেরা ভাঙচুর, টয়লেট নষ্ট ও আতশবাজি নিক্ষেপ করে উত্তেজনা সৃষ্টি করে। তাদের পাল্টা প্রতিক্রিয়াতেই সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

ঘটনার নিন্দা জানিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, “ফুটবলে সহিংসতার কোনো স্থান নেই। খেলোয়াড়, সমর্থক ও সংশ্লিষ্ট সবাইকে নিরাপদ পরিবেশ দিতে হবে। আশা করি, কর্তৃপক্ষ অপরাধীদের বিচারের আওতায় আনবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!