ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) মেট্রোরেল ব্যবস্থাপনায় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ পুনরায় বেড়ে যাওয়ার আশঙ্কায় প্রতিষ্ঠানটি যাত্রীদের মাস্ক পরিধানের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।
সোমবার (৯ জুন) ডিএমটিসিএলের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেট্রোরেলে ভ্রমণকারী যাত্রীসাধারণের মাস্ক পরিধান, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার এবং প্রয়োজনে সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচলকারী এমআরটি লাইন-৬ ব্যবহার করছেন প্রতিদিন হাজার হাজার যাত্রী, যাদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়েই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ডিএমটিসিএলের উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) ও উপসচিব মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সংক্রমণ এড়াতে যাত্রীদের সচেতন হওয়া জরুরি। একই সঙ্গে সংবাদমাধ্যম ও টেলিভিশন চ্যানেলগুলোতে স্ক্রলে এই বার্তাটি প্রচারের অনুরোধও জানানো হয়েছে।
এর আগে, ঈদের ফিরতি যাত্রায় সব যাত্রীকে মাস্ক পরার অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ও সমাগমপূর্ণ এলাকায় মাস্ক ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেছে। বিশেষ করে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের এসব স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালের শুরুর দিকে বাংলাদেশে প্রথমবারের মতো কোভিড-১৯ শনাক্ত হয়। এরপর সংক্রমণ বেড়ে গেলে সরকার মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং জনসমাগম এড়ানোর নির্দেশনা জারি করে। তবে সংক্রমণ হ্রাস পেলে ধীরে ধীরে বিধিনিষেধ শিথিল করা হয়। বর্তমানে সংক্রমণ আবারও কিছুটা ঊর্ধ্বমুখী হওয়ায় স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নতুন করে আহ্বান জানানো হয়েছে।