1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৭:৫১ অপরাহ্ন

দেশে ২৪ ঘণ্টায় নতুন করোনা শনাক্ত ১৯, মৃত্যু শূন্য

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) দেশে নতুন করে ১৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এ সময়ের মধ্যে কেউ মারা যাননি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো এক প্রতিবেদনে জানানো হয়, গত একদিনে ৪১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৬১ শতাংশ।

প্রতিবেদনে আরও জানানো হয়, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর থেকে এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ২০ লাখ ৫২ হাজার ৬৩ জনে পৌঁছেছে। একই সময়ে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫১৮ জনের।

চলতি বছর ২০২৫ সালে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫১৮ জন এবং মৃত্যু হয়েছে ১৯ জনের।

প্রসঙ্গত, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ এবং প্রথম মৃত্যুর ঘটনা ঘটে একই বছরের ১৮ মার্চ। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দেখা যায় ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট, যেদিন সর্বোচ্চ ২৬৪ জন করে মারা যান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট