
থাইল্যান্ডে একটি ভয়াবহ রেল দুর্ঘটনায় অন্তত ২২ জন নিহত এবং ৭৯ জন আহত হয়েছেন। যাত্রীবাহী একটি ট্রেনের ওপর বিশালাকৃতির ক্রেন ভেঙে পড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
বুধবার (১৪ জানুয়ারি) সকালে রাজধানী ব্যাংককের উত্তরে নাখন রাচাসিমা প্রদেশের বান থানন খোট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এ খবর জানিয়েছে বিবিসি।
দুর্ঘটনার পরপরই ট্রেনের বগির ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা শুরু করে সংশ্লিষ্ট সংস্থাগুলো। পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, দুর্ঘটনায় পতিত ক্রেনটি লাওস সীমান্ত থেকে ব্যাংকক পর্যন্ত একটি দ্রুতগতির রেলপথ নির্মাণ প্রকল্পে ব্যবহৃত হচ্ছিল। দুর্ঘটনার সময় যাত্রীবাহী ট্রেনটি ব্যাংকক থেকে থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলের উবন রাচাসিমা অভিমুখে যাচ্ছিল।
এদিকে রয়টার্স জানায়, ক্রেনটি ভেঙে ট্রেনের একটি বগির ওপর পড়ে গেলে বাকি বগিগুলো লাইনচ্যুত হয়ে যায় এবং পরে আগুন ধরে যায়। এর ফলেই হতাহতের সংখ্যা দ্রুত বাড়ে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply