চট্টগ্রামের চকবাজারের কাপাসগোলায় ব্যাটারিচালিত রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ হওয়া ছয় মাসের শিশু সেহরিসের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শনিবার (১৯ এপ্রিল) সকালে দীর্ঘ ১৪ ঘণ্টা পর নবাব হোটেল সংলগ্ন নালা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শুক্রবার (১৮ এপ্রিল) রাত ৮টার দিকে বৃষ্টির কারণে পানিতে তলিয়ে থাকা সড়কে রিকশা উল্টে শিশুটি নিখোঁজ হয়।
স্থানীয়দের ভাষ্য, সেহরিস তার মা ও দাদির সঙ্গে রিকশায় করে ঘুরতে বের হয়েছিল। কিন্তু সড়ক তলিয়ে থাকায় রিকশাটি খালে পড়ে যায়।
রিকশাচালককে তাৎক্ষণিক উদ্ধার করা গেলেও, শিশুটির মা ও দাদি পানির স্রোতে ভেসে গিয়ে একটি ব্রিজের নিচে পাইপে আটকে পড়েন। পরে মাকে উদ্ধার করা গেলেও শিশু সেহরিস তলিয়ে যায়।
শেষ পর্যন্ত শনিবার সকালে ফায়ার সার্ভিস শিশুটির মরদেহ উদ্ধার করে। ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে।