নোয়াখালীতে কিশোরীকে অপহরণ করে ছয়মাস আটকে রেখে ধর্ষণের দায়ে জাহেদ হাসান (৩৭) নামে এক তিন সন্তানের এক বাবাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (২৮ জুন) রাতে চট্টগ্রামের ফটিকছড়ি থানার ভক্তপুর ইউনিয়নের সাঁকোতলা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার জাহেদ হাসান হাতিয়া দ্বীপ উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরফকির গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। তাকে চট্টগ্রামের হাটহাজারী থানায় সোপর্দ করা হয়েছে।
র্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু মানবকথনকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে চাঞ্চল্যকর নাবালিকা অপহরণ, আটক রেখে ধর্ষণ ও ভ্রুণ হত্যার মূলহোতা জাহেদ হাসানকে তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম থেকে আটক করে হাটহাজারী থানায় সোপর্দ করা হয়েছে।’
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৬ জানুয়ারি আসামি তার বাবা ও ভগ্নিপতির সহযোগিতায় অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে জোরপূর্বক অপহরণ করে বিগত ছয়মাস ধর্ষণ করে আসছেন তিন সন্তানের জনক জাহেদ হাসান। এ ঘটনায় কিশোরীর বাবা গত ২৩ ফেব্রুয়ারি থানায় নিখোঁজ ডায়েরি করেন। গত ১৬ জুন কিশোরী বাড়িতে এসে সব ঘটনা খুলে বলার পর ২৬ জুন তিনজনের বিরুদ্ধে থানায় অপহরণ ধর্ষণ ও ভ্রুণ হত্যার মামলা করা হয়।
হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. খোরশেদ আলম রবিবার বিকেলে মানবকথনকে বলেন, ‘আটকের খবর পেয়ে আসামি জাহেদ হাসানকে আনার জন্য নৌপথে পুলিশ পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত