চুয়াডাঙ্গা সদর উপজেলার শিবপুর-মর্তুজাপুর গ্রামের ফাঁকা মাঠে ভ্রাম্যমাণ কাপড় ব্যবসায়ী শফি উদ্দিন ও তার ছেলে জিয়ারুলের (২২) ওপর ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার রাত ১০টার দিকে ৬-৭ জনের ডাকাতদল তাদের ভ্যানে হামলা চালিয়ে জিয়ারুলকে কুপিয়ে ও শফি উদ্দিনকে পিটিয়ে ৭০-৮০ হাজার টাকা লুট করে পালিয়ে যায়।
আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে ছেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেলে রেফার করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে সড়ক দুর্ঘটনা হিসেবে জানানো হয়েছিল। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত