সারাদেশের মতো বাগেরহাটের মোল্লাহাট উপজেলাতেও বাংলাদেশ স্কাউটস, প্রাথমিক বিভাগের উদ্যোগে কাব কার্নিভাল ২০২৫ উদযাপন করা হয়েছে। সোমবার (২৩ জুন) মোল্লাহাট সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দিনব্যাপী এ বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সূচনা হয় গ্র্যান্ডিয়েল ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। কাব কার্নিভালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটস মোল্লাহাট উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম, বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের সহ-সভাপতি আসাদুল কবির এলটি, একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস এবং মোল্লাহাট উপজেলা স্কাউটস-এর কমিশনার এস এম ফরিদ আহমেদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোল্লাহাট উপজেলা স্কাউটস-এর সম্পাদক রমেশচন্দ্র খান, বাগেরহাট জেলা স্কাউটসের সহ-সভাপতি এস এম ইকরামুল কবির, উপজেলা স্কাউটসের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ইউনিট লিডার, শিক্ষার্থী এবং অভিভাবকরা।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত