সর্বশেষ নিরাপত্তা পরিস্থিতির কারণে নেপালের রাজধানী কাঠমান্ডুতে শুক্রবার (১২ সেপ্টেম্বর) পর্যন্ত কারফিউ জারি করেছে সেনাবাহিনী। বুধবার (১০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, চলমান অস্থিরতার মধ্যে জনগণ ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে এ নির্দেশ দেওয়া হয়েছে। খবর জানিয়েছে নেপালের সংবাদমাধ্যম খবরহাব।
প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পরও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় দেশের সার্বিক নিরাপত্তার নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থার দায়িত্ব তাদের হাতে থাকবে বলে জানানো হয়।
মঙ্গলবার রাত ১০টার পর থেকেই সেনারা রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থান নেয়। আইন-শৃঙ্খলা রক্ষায় রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে তারা। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানায় সেনাবাহিনী।