1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন

গোপালগঞ্জে কারফিউয়ের সময়সীমা বাড়ানো হয়েছে

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

গোপালগঞ্জে কারফিউয়ের সময়সীমা বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নির্দেশনা দেয়।

বিবৃতিতে জানানো হয়, বুধবার রাত ৮টা থেকে শুরু হওয়া কারফিউ আগামীকাল শুক্রবার সকাল ১১টা পর্যন্ত অব্যাহত থাকবে। এরপর শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হবে। তবে দুপুর ২টার পর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ আবার কার্যকর থাকবে।

উল্লেখ্য, গতকাল বুধবার গোপালগঞ্জে পদযাত্রা করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ওই কর্মসূচিতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে প্রথমে ১৪৪ ধারা এবং পরে কারফিউ জারি করে সরকার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট