গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের পর জারি করা কারফিউ শনিবার (১৯ জুলাই) রাত ৮টা পর্যন্ত শিথিল করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) রাত ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান।
তিনি জানান, শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। পরিস্থিতি পর্যালোচনার ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছে জেলা প্রশাসন। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা চলছে।
উল্লেখ্য, গত বুধবার (১৭ জুলাই) এনসিপির সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় দফায় দফায় সংঘর্ষ ও সহিংসতা ঘটে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা হামলায় অংশ নেয়। সংঘর্ষে এখন পর্যন্ত পাঁচজন নিহত হয়েছেন। ঘটেছে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুরের ঘটনা।
প্রথমে জেলা ম্যাজিস্ট্রেট ১৪৪ ধারা জারি করলেও পরিস্থিতির আরও অবনতি হওয়ায় ওই দিন সন্ধ্যা ৬টা থেকে পুরো শহরে কারফিউ জারি করা হয়।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত