1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

সম্মিলিত ইসলামী ব্যাংকে স্বাভাবিক লেনদেন শুরু, আমানত উত্তোলনে স্বস্তি গ্রাহকদের

ডেস্ক নিউজ
  • Update Time : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

নতুন বছরের প্রথম দিন থেকেই একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক–এর আওতায় আসা পাঁচ ব্যাংকের গ্রাহকরা স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারছেন। একই সঙ্গে আমানতকারীরা তাদের জমানো অর্থ উত্তোলনও শুরু করেছেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শাখা ঘুরে এ তথ্য জানা গেছে। এদিন অনেক শাখায় পুরোনো সাইনবোর্ড সরিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক–এর নামে নতুন ব্যানার ও সাইনবোর্ড স্থাপন করতে দেখা যায়।

যেসব ব্যাংক একীভূত হয়েছে

একীভূত হওয়া পাঁচটি ব্যাংক হলো—

  • এক্সিম ব্যাংক

  • সোশ্যাল ইসলামী ব্যাংক

  • ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

  • গ্লোবাল ইসলামী ব্যাংক

  • ইউনিয়ন ব্যাংক

টাকা জমা ও উত্তোলন স্বাভাবিক

ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার থেকেই টাকা জমা ও উত্তোলন কার্যক্রম স্বাভাবিকভাবে চালু হয়েছে। আমানত সুরক্ষা আইনের আওতায় সাধারণ গ্রাহকরা একবারে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ পাচ্ছেন।

দীর্ঘদিন পর টাকা তুলতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন অনেক আমানতকারী। তারা বলেন, বহুদিন অপেক্ষার পর টাকা তুলতে পেরে ভালো লাগছে। এই অর্থ তাদের জন্য অত্যন্ত জরুরি ছিল।

কত টাকা কীভাবে তোলা যাবে

বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত করা স্কিম অনুযায়ী—

  • দুই লাখ টাকা পর্যন্ত আমানত:
    যে কোনো সময় একবারে পুরো টাকা উত্তোলন করা যাবে।

  • দুই লাখ টাকার বেশি আমানত:
    প্রতি তিন মাস অন্তর সর্বোচ্চ এক লাখ টাকা করে, সর্বোচ্চ দুই বছর পর্যন্ত উত্তোলন করা যাবে।

  • বিশেষ বিবেচনা:
    ৬০ বছরের বেশি বয়সী গ্রাহক এবং ক্যানসার, কিডনি ডায়ালাইসিসসহ গুরুতর রোগে আক্রান্তরা চিকিৎসার প্রয়োজনে নির্ধারিত সময়সীমার বাইরে গিয়েও টাকা তুলতে পারবেন।

পুরোনো কাগজপত্রই বহাল

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, একীভূত হওয়া ব্যাংকগুলোর নামে ইস্যু করা—

  • চেকবই

  • ডিপোজিট স্লিপ

  • ভাউচারসহ অন্যান্য ব্যাংকিং কাগজপত্র

সবই বৈধ থাকবে। নতুন করে কোনো কাগজপত্র পরিবর্তনের প্রয়োজন নেই।

আমানত ও ঋণ সুবিধা

  • নির্ধারিত সময়ের আগে স্থায়ী আমানত ভাঙা যাবে না

  • বিদ্যমান আমানতের বিপরীতে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ঋণ/বিনিয়োগ সুবিধা

  • নতুন আমানতের ক্ষেত্রে ঋণ সুবিধার সীমা সর্বোচ্চ ৮০ শতাংশ

কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে সিদ্ধান্ত

যেসব কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ বা মামলা নেই, তারা স্বয়ংক্রিয়ভাবে সম্মিলিত ইসলামী ব্যাংকের কর্মী হিসেবে অন্তর্ভুক্ত হবেন। প্রয়োজনে পরিচালনা পর্ষদ চাকরির শর্ত পুনর্নির্ধারণ করতে পারবে।

পটভূমি

অনিয়ম ও ঋণ কেলেঙ্কারির কারণে সংকটে থাকা এসব শরিয়াহভিত্তিক ব্যাংকে গত ৫ নভেম্বর ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ–২০২৫ অনুযায়ী বাংলাদেশ ব্যাংক প্রশাসক নিয়োগ দেয়। পরে পাঁচটি ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী—

  • মোট আমানতকারী: প্রায় ৭৫ লাখ

  • মোট আমানত: ১ লাখ ৪২ হাজার কোটি টাকা

  • মোট ঋণ: প্রায় ১ লাখ ৯৩ হাজার কোটি টাকা (বড় অংশ খেলাপি)

শাখা ও ব্যয় সংকোচন

সারাদেশে এই ব্যাংকের রয়েছে—

  • ৭৬০টি শাখা

  • ৬৯৮টি উপশাখা

  • ৫১১টি এজেন্ট আউটলেট

  • ৯৭৫টি এটিএম বুথ

ব্যয় কমাতে একই এলাকার একাধিক শাখা একীভূত করা হবে। ইতোমধ্যে কর্মীদের বেতন-ভাতা ২০ শতাংশ কমানো হয়েছে

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!