আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের সরকারি ফেসবুক পেজে সাইবার হামলার ঘটনা ঘটেছে।
রোববার (১২ অক্টোবর) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
তিনি জানান, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক আজ বেলা ১১টা ৪০ মিনিটে ট্রাইব্যুনাল-১-এ শুরু হয়। সেই যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করা হচ্ছিল চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে। ঠিক তখনই পেজটিতে সাইবার হামলা চালানো হয়, ফলে এটি সাময়িকভাবে নিষ্ক্রিয় হয়ে পড়ে।
তাজুল ইসলাম বলেন, “আমরা পরে পেজটি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছি। যুক্তিতর্কে বহু তথ্যপ্রমাণসহ তাদের নিষ্ঠুরতার বিবরণ যেন দুনিয়াবাসী জানতে না পারে, সে কারণেই অপরাধীরা ও তাদের সহযোগীরা এ হামলা চালিয়েছে। তারা বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।”
অপরাধীদের উদ্দেশে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমাদের বার্তা স্পষ্ট— অপরাধ করে কেউ পার পাবে না। অপরাধীকে রক্ষা করার কোনো প্রচেষ্টাও সফল হবে না, ইনশাআল্লাহ। আমরা কারও প্রতি প্রতিহিংসাপরায়ণ নই; কেবল ন্যায়বিচার প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।”
এদিন বেলা পৌনে ১২টার দিকে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শুরু হয়। পুরো প্রেক্ষাপট উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, আবদুস সোবহান তরফদারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী নূরুল ইসলাম নূরের জামিন আবেদন খারিজ করেছেন আদালত।