
মৌসুমের শেষ প্রান্তেও বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির শঙ্কা দেখা দিয়েছে। আগামী তিন দিনের মধ্যে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি)।
শুক্রবার (২৪ অক্টোবর) আইএমডি জানায়, সাগরে ইতোমধ্যে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এটি ২৬ অক্টোবরের মধ্যে গভীর নিম্নচাপে এবং ২৭ অক্টোবরের মধ্যে ঘূর্ণিঝড় ‘মন্থা’য় রূপ নিতে পারে।
ভারতীয় আবহাওয়াবিদদের মতে, ঘূর্ণিঝড়টি তৈরি হলে এর প্রধান প্রভাব পড়তে পারে ভারতের তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের উপকূলে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) কর্মকর্তা কাজী জেবুন্নেসা জানান, ২৪ অক্টোবর সকাল ৬টার দিকে নিম্নচাপটি সৃষ্টি হয়েছে। এটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, তবে বর্তমানে বাংলাদেশে সরাসরি আঘাত হানার আশঙ্কা নেই। এরপরও উপকূলীয় এলাকায় বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।
এ পরিস্থিতিতে শুক্রবার (২৪ অক্টোবর) এক বিশেষ আবহাওয়া বুলেটিন জারি করেছে বিএমডি। এতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে মাছ ধরতে না যেতে জেলেদের নির্দেশ দেওয়া হয়েছে।
ঘূর্ণিঝড়টির নাম ‘মন্থা’, যার অর্থ থাই ভাষায় ‘সুন্দর ফুল’। ভারত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়গুলোর নামকরণের দায়িত্ব এবার পালন করেছে থাইল্যান্ড।
উল্লেখ্য, উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলের ঘূর্ণিঝড়ের নামকরণ করে বিশ্ব আবহাওয়া সংস্থার (WMO) প্যানেলে থাকা ১৩টি দেশ—বাংলাদেশ, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply