1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৩:৩৪ অপরাহ্ন

দূষণ রোধে মেয়াদোত্তীর্ণ গাড়ি সড়ক থেকে সরানোর উদ্যোগ

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫

বায়ুদূষণ নিয়ন্ত্রণে মেয়াদোত্তীর্ণ সব গাড়ি পর্যায়ক্রমে সড়ক থেকে তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার (৩০ জুন) সচিবালয়ে বায়ুদূষণ নিয়ন্ত্রণে চীনের বিশেষজ্ঞ প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

রিজওয়ানা হাসান বলেন, “বায়ুদূষণ রোধে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। এজন্য বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। একটি কার্যকর ওয়ার্কিং কমিটি গঠন করা হবে।”

তিনি আরও জানান, শীত মৌসুম বা আগামী অক্টোবরের আগেই রাজধানীর ভাঙাচোরা রাস্তার সংস্কার কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি পুরনো ও মেয়াদোত্তীর্ণ যানবাহনগুলো ধাপে ধাপে সরিয়ে নেওয়া হবে। এ ছাড়া নতুন ২৫০টি পরিবেশবান্ধব গাড়ি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট