
ডিসি-ইউএনও আমার কাছে কিছু না, তোকেও দেখে নেব
‘আমার এক কথায় ইউএনও বদলি হন বান্দরবান। ডিসি আমার কাছে কিছুই না। আমার সঙ্গে বিচারপতিদের সম্পর্ক রয়েছে। তোকে দেখে নেব।’ এমন হুমকির একটি ভিডিও আজ মঙ্গলবার সকালে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ডিলার হিসেবে নিয়োগ পেতে আবেদন করা আব্দুল আলী নামে এক ব্যক্তি এ হুমকি দেন তদন্তে যাওয়া কর্মকর্তাকে। এমন ঘটনা ঘটেছে নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরদ্দি বাজারে। হুমকিদাতা আব্দুল আলী ওই এলাকার বাসিন্দা। আর তদন্তে যাওয়া কর্মকর্তা হলেন হাতিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী ইমরান হোসেন।
ভাইরাল হওয়া ৪২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, আব্দুল আলী উত্তেজিত হয়ে তদন্ত কর্মকর্তা কাজী ইমরান হোসেনকে মারতে যাচ্ছেন। এ সময় ওই কর্মকর্তাকে গালাগাল করছেন তিনি। পাশে থাকা অনেকে আব্দুল আলীকে থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন। একপর্যায়ে ওই কর্মকর্তা ঘটনাস্থল ত্যাগ করেন।
জানা যায়, হাতিয়ায় টিসিবি ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ডিলার হিসেবে নিয়োগ পেতে তমরদ্দি ইউনিয়নে আবেদন করেন ২০ জন। আবেদন করা ব্যক্তিদের তথ্য যাচাই-বাছাই করার দায়িত্ব পান উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী ইমরান হোসেন। তথ্য যাচাই করতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাঠ পর্যায়ে পরিদর্শনে যান। এসময় আব্দুল আলীর দোকান-ঘর দেখতে যান ওই কর্মকর্তা। ঘরের তালা খুলে দিতে বললে আব্দুল আলী ওই কর্মকর্তার উপর ক্ষুব্ধ হন।
এ বিষয়ে আব্দুল আলী বলেন, ‘আমাকে কল না দিয়ে উনারা তদন্ত করতে এসেছিলেন। আমি অন্য মাধ্যমে খবর পেয়ে সেখানে যাই। ঘর খুলতে দেরি হওয়ায় ওই কর্মকর্তা আমার সঙ্গে খারাপ আচরণ করেন। তখন আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। তাই দু-একটা কথা রাগের মাথায় বলেছি।’
উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী ইমরান হোসেন বলেন, ‘আমি ডিলার নিয়োগের আবেদনকারীদের তথ্য যাচাই-বাচাই করার জন্য মাঠ পরিদর্শনে যাই। আব্দুল আলী একজন আবেদনকারী। তিনি তদন্তে সহযোগিতা না করে মিথ্যা তথ্য দেন। এসব বিষয়ে তাকে প্রশ্ন করলে তিনি আমাকে গাল-মন্দ করেন এবং দেখে নেওয়ার হুমকি দেন। একপর্যায়ে আমি স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল ত্যাগ করি। ঘটনাটি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, ‘সমাজসেবা কর্মকর্তা আমাকে বিষয়টি জানিয়েছেন। এছাড়াও ভিডিও দেখেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply