রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বেলা ১১টার পর থেকে প্রায় এক ঘণ্টাব্যাপী এই উত্তেজনাকর পরিস্থিতি চলেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা কলেজের শিক্ষার্থীরা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সামনে এবং সিটি কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ের ফুটওভার ব্রিজের নিচে অবস্থান নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এই ঘটনায় মো. জাফরি (১৭) নামে ঢাকা কলেজের এক শিক্ষার্থী আহত হন। তাঁকে দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা অঞ্চলের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম সাংবাদিকদের জানান, “ঢাকা কলেজ ও সিটি কলেজের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এই দুই কলেজের মধ্যে এমন ঘটনা প্রায়ই ঘটে থাকে। আজকের ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যানচলাচল স্বাভাবিকভাবে চলছে।”
উল্লেখ্য, দুই কলেজের শিক্ষার্থীরা বর্তমানে নিজ নিজ ক্যাম্পাসে অবস্থান করছেন।