ঢাকা কলেজের দক্ষিণ ছাত্রাবাসের রান্নাঘর থেকে মরা মুরগি ও পচা মাছ রান্নার প্রস্তুতিকালে ডাইনিং ম্যানেজার ও রাঁধুনিকে আটক করেছেন আবাসিক শিক্ষার্থীরা। পরে তাদের রাজধানীর নিউমার্কেট থানায় সোপর্দ করে কলেজ প্রশাসন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
আবাসিক শিক্ষার্থীরা জানান, এক সপ্তাহ ধরে তাদের নষ্ট মাংস খাওয়াচ্ছিল ডাইনিং কর্তৃপক্ষ। খাওয়ার সময় মাংস থেকে দুর্গন্ধ পেলেও বিষয়টি অস্বীকার করা হতো। বরং ভালো মাংসের সঙ্গে মরা মুরগির মাংস মিশিয়ে রান্না করা হতো, যাতে কেউ বুঝতে না পারে। কয়েকদিন পর্যবেক্ষণের পর শিক্ষার্থীরা মঙ্গলবার বিকেলে মৃত মুরগি ও পচা মাছসহ ডাইনিং ম্যানেজার ও রাঁধুনিকে হাতে-নাতে ধরে ফেলে।
আবাসিক শিক্ষার্থী তামিম বলেন, “প্রায় এক সপ্তাহ আগে খাওয়ার সময়ই মাংসে তীব্র দুর্গন্ধ পাই। কর্মচারীদের জিজ্ঞাসা করলে তারা ধোঁয়ার অজুহাত দেখায়। পরে আমি বিষয়টি খতিয়ে দেখি। মাংসের টুকরোয় রক্ত জমাট থাকায় নিশ্চিত হই এটি মরা মুরগির মাংস। কয়েকদিন নজরদারির পর আজ হাতে-নাতে ধরি।”
দক্ষিণ ছাত্রাবাসের প্রভোস্ট আনোয়ার মাহমুদ বলেন, “ডাইনিং ম্যানেজারের বিরুদ্ধে শিক্ষার্থীরা আগেও অভিযোগ জানিয়েছিল। আমি তাদের কয়েকদিন পর্যবেক্ষণ করতে বলেছিলাম। পরে শিক্ষার্থীরা মরা মুরগি ও পচা মাছসহ তাকে ধরে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই পুলিশকে অবহিত করি। এখন ভোক্তা অধিকার সংস্থা পরীক্ষা করে আইনি পদক্ষেপ নেবে।”
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত