
চট্টগ্রামের বাঁশখালীতে ওযু করতে গিয়ে সাপের কামড়ে মোতাহেরা (৩৫) নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মোতাহেরা বাহারছড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বশিরউল্লাহ বাজার পশ্চিম কুল এলাকার নুরুন্নবীর স্ত্রী এবং বাহারছড়া আইডিয়াল প্রি ক্যাডেট স্কুলের শিক্ষিকা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মাগরিবের নামাজের আগে পুকুরঘাটে ওযু করার সময় তাকে সাপ কামড় দেয়। পরিবারের লোকজন তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply