1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৭:৩৪ অপরাহ্ন

সী-গাল পয়েন্টে গোসল করতে নেমে এক যুবকের মৃত্যু

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

কক্সবাজার সমুদ্র সৈকতের সী-গাল পয়েন্টে গোসল করতে নেমে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান সীসেইফ লাইফগার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত।

নিহতের নাম সামির (২৩), তিনি চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা এবং পেশায় রেফ্রিজারেটর মেকানিক। লাইফগার্ড কর্মী সিফাত জানান, সকালে চার বন্ধু মিলে কক্সবাজার আসেন তারা। দুপুরের দিকে সৈকতে গোসল করতে নেমে সামির ঢেউয়ের স্রোতে ভেসে যেতে থাকেন। মুমূর্ষু অবস্থায় বন্ধুরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তিন বন্ধু ঘটনাটির বিবরণ দিয়েছেন। নিহতের লাশ মর্গে রাখা হয়েছে এবং তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবার কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!