মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে শাপলা ফুল তুলতে গিয়ে চার কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৯ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে মশুরিভাজা বিলে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা বিকেল ৫টার দিকে উদ্ধার অভিযান শেষ করেন।
নিহত চার শিশু হলো—
আফিয়া খাতুন (১২) ও ফাতেমা খাতুন (১৪), তারা রাজনগর গ্রামের আবদুল সামাদের মেয়ে;
আলিয়া খাতুন (১২), সামাদের বড় ভাই সাহারুল ইসলামের মেয়ে;
মিম আক্তার (১২), সামাদের চাচাতো ভাই ইছহাক আলীর মেয়ে।
তারা সবাই স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশুরা ডিঙি নৌকায় চড়ে শাপলা তুলতে বিলে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত নৌকাটি উল্টে গেলে তারা পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় পার হলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিলের ধারে পড়ে থাকা স্যান্ডেল দেখে সন্দেহ হয় তাদের।
এরপর স্থানীয়রা এক শিশুর মরদেহ ভাসতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করেন এবং একজনকে জীবিত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় সেও মারা যায়।
দীর্ঘ অনুসন্ধানের পর স্থানীয়দের সহায়তায় ও ফায়ার সার্ভিসের উদ্ধারকাজে চার শিশুর মরদেহ বিকেল ৫টার দিকে উদ্ধার করা হয়।
স্থানীয়দের ভাষায়, “একই পরিবারের চার শিশুর মৃত্যুতে রাজনগর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।”