ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু আস্থা ভোটে পরাজিত হয়ে পদচ্যুত হয়েছেন। সোমবার অনুষ্ঠিত ভোটাভুটিতে তাঁকে ক্ষমতা থেকে সরানোর পক্ষে ভোট দেন ৩৬৪ জন সংসদ সদস্য। বিপক্ষে ভোট দেন ১৯৪ জন এবং ভোটদানে বিরত থাকেন ২৫ জন। আস্থা ভোটে হেরে বাইরুর নেতৃত্বাধীন সরকারকেও ক্ষমতা ছাড়তে হচ্ছে।
জাতীয় ঋণ নিয়ন্ত্রণ পরিকল্পনার পক্ষে সমর্থন আদায় করতে গিয়ে এই আস্থা ভোটের প্রস্তাব করেছিলেন বাইরু। তবে উল্টো ফল হয়ে তা তাঁর সরকারের পতনের কারণ হয়। দায়িত্ব নেওয়ার মাত্র ৯ মাসের মাথায়ই তাঁকে পদ ছাড়তে হচ্ছে।
ভোটের আগে সংসদে দেওয়া বক্তব্যে বাইরু বলেন, ‘সরকারকে টেনে নামানোর ক্ষমতা আপনাদের আছে, তবে বাস্তবতাকে মুছে ফেলার ক্ষমতা নেই। খরচ বেড়েই চলবে, আর ইতোমধ্যে অসহ্য হয়ে পড়া ঋণের বোঝা আরও ভারী হবে। ফ্রান্সের অস্তিত্ব এখন হুমকির মুখে।’
বাইরুর ক্ষমতা হারানোয় ফ্রান্সে রাজনৈতিক সংকট আরও গভীর হয়েছে। একই সঙ্গে কঠিন চাপে পড়েছেন প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। দুই বছরেরও কম সময়ে তাঁকে এখন পঞ্চম প্রধানমন্ত্রী নিয়োগ দিতে হবে।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত