ভেনেজুয়েলার জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) বার্ষিক অধিবেশনে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডেলসি রদ্রিগেজ। এ তথ্য জানিয়েছে বিবিসি।
সোমবার (৫ জানুয়ারি) অনুষ্ঠিত শপথগ্রহণ অনুষ্ঠানে ডেলসি রদ্রিগেজ বলেন, দেশের প্রতি অবৈধ সামরিক আগ্রাসনের কারণে ভেনেজুয়েলার জনগণ যে কষ্ট ভোগ করছে, সেই বেদনা নিয়েই তিনি শপথ গ্রহণ করেছেন।
এর আগে যুক্তরাষ্ট্রের অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর দেশটির সুপ্রিম কোর্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করে।
শপথ গ্রহণের পর তিনি নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটকের ঘটনাকে ‘অপহরণ’ হিসেবে উল্লেখ করেন। ডেলসি রদ্রিগেজ বলেন, ‘অবৈধ সামরিক আগ্রাসনের বেদনা নিয়ে আমি শপথ নিচ্ছি।’ একই সঙ্গে তিনি দেশের শান্তি ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার করেন।
সংসদীয় ওই অধিবেশনে মাদুরোর ছেলে উপস্থিত ছিলেন। তিনি তার বাবা-মায়ের নিরাপদে ফিরে আসার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে ডেলসি রদ্রিগেজ ও নিকোলাস মাদুরোর সমর্থনে কয়েক হাজার মানুষ ভেনেজুয়েলার পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
মাদুরো আটক হওয়ার ঘটনায় জাতিসংঘে তীব্র সমালোচনার মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘে ভেনেজুয়েলার রাষ্ট্রদূত স্যামুয়েল মনকাদা এই ঘটনাকে ‘অবৈধ সশস্ত্র হামলা’ বলে আখ্যা দিয়েছেন। তবে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ অভিযানের পক্ষে অবস্থান নিয়ে বলেন, বিশ্বের বৃহত্তম জ্বালানি ভাণ্ডার একজন ‘পলাতক অপরাধীর’ হাতে ছেড়ে দেওয়া যায় না।