ঢাকা-সিলেট রেলপথে অনুমোদিত ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ দ্রুত চালু করাসহ আট দফা দাবিতে রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় রেলপথ অবরোধ করেছে ঢাকাস্থ বৃহত্তর সিলেটবাসী।
শনিবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা দুপুর ১২টার দিকে কমলাপুর থেকে ছেড়ে আসা ‘অগ্নীবীণা এক্সপ্রেস’ ট্রেন ১০ মিনিটের জন্য আটকিয়ে প্রতীকী অবরোধ করেন। পরে রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি বিবেচনার আশ্বাস পেলে তারা ট্রেন চলাচল স্বাভাবিক করে দেন।
আন্দোলনকারীদের একজন জানান, “রেল মন্ত্রণালয় আমাদের দাবিগুলো বিবেচনার আশ্বাস দিয়েছে। তাই আজকের কর্মসূচি শেষ করা হয়েছে। তবে দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে আগামী ১৮ নভেম্বর রেল মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করা হবে।”
ঢাকাস্থ বৃহত্তর সিলেটবাসীর উপস্থাপিত ৮ দফা রেল সংস্কার দাবি হলো—
১. ঢাকা-সিলেট রেলপথে অনুমোদিত টাঙ্গুয়ার এক্সপ্রেস দ্রুত চালু করা।
২. সিলেট-ঢাকা রুটে দুটি এবং সিলেট-কক্সবাজার রুটে একটি স্পেশাল ট্রেন চালু করা।
৩. আখাউড়া-সিলেট রেলপথ সংস্কার ও ডাবল লাইন নির্মাণ।
৪. এই সেকশনে অন্তত দুটি লোকাল ট্রেন চালু করা।
৫. বন্ধ থাকা সব স্টেশন পুনরায় চালু করা।
৬. সিলেটের সব স্টেশনে বরাদ্দকৃত আসনসংখ্যা বৃদ্ধি করা।
৭. কালনী ও পারাবত এক্সপ্রেসের আজমপুরের পর ঢাকামুখী সব স্টেশনে যাত্রাবিরতি প্রত্যাহার করা।
৮. ত্রুটিমুক্ত ইঞ্জিন ব্যবহার ও যাত্রী অনুপাতে অতিরিক্ত বগি সংযোজন করে ট্রেনের শিডিউল বিপর্যয় রোধ করা।
অবরোধ চলাকালে সড়ক ও রেল চলাচলে সাময়িক ভোগান্তি সৃষ্টি হলেও পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়।