বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আগামী দুই দিনব্যাপী দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। আগামীকাল বুধবার বিভাগীয় শহরগুলোতে এবং বৃহস্পতিবার রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এ কর্মসূচি ঘোষণা করেন।
বিবৃতিতে তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত সকল গণহত্যার দ্রুত বিচার এখন সময়ের দাবি। ধীরগতির বিচারপ্রক্রিয়া ও আইনশৃঙ্খলা বাহিনীর উদাসীনতার সুযোগে আওয়ামী লীগ পুনরায় দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।
জাহিদুল ইসলাম আরও বলেন, জুলাই অভ্যুত্থানের উদ্দেশ্য ছিল গণহত্যার বিচার, রাষ্ট্রের মৌলিক সংস্কার বাস্তবায়ন, ক্ষমতার অপব্যবহার রোধ, স্বাধীন ও শক্তিশালী সাংবিধানিক কাঠামো গঠন, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন ও সম্প্রীতির বাংলাদেশ গঠন। কিন্তু সরকার জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানে অযথা সময়ক্ষেপণ করছে।
তিনি সরকারের প্রতি আহ্বান জানান, জুলাই সনদের দ্রুত আইনি স্বীকৃতি দিতে হবে এবং গণহত্যার দায়ে অভিযুক্তদের বিচার নিশ্চিত করতে হবে, যাতে দেশে ন্যায় ও গণতন্ত্রের ভিত্তি আরও দৃঢ় হয়।