1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১০:১৮ অপরাহ্ন

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ নিচ্ছে

হেলথ ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫

দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজন পুরুষের মৃত্যু হয়েছে এবং নতুন করে আরও ৩৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার বাইরে বিভিন্ন জেলারই ২৫৬ জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৭৩ জন, যাদের মধ্যে ৪০ জন পুরুষ এবং ৩৩ জন নারী।

এ বছর দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ১২০ জনে। আক্রান্তদের মধ্যে ১১ হাজার ২০৫ জন পুরুষ এবং ৭ হাজার ৯১৫ জন নারী।

ডাক্তারদের পরামর্শ অনুযায়ী, জ্বর হলে দ্রুত ডেঙ্গু পরীক্ষা করিয়ে যথাসময়ে চিকিৎসা নেওয়া জরুরি। পাশাপাশি, সচেতনতা বাড়াতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!