1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৭:২৫ অপরাহ্ন

ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, এক সপ্তাহে মৃত্যু ১৩, আক্রান্ত ২ হাজার ছাড়িয়েছে

হেলথ ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫

দেশে আবারও বাড়তে শুরু করেছে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ। মৃত্যুর পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ফলে হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ।

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি সপ্তাহে (শনিবার থেকে শুক্রবার) ডেঙ্গুতে ১৩ জনের মৃত্যু হয়েছে, আর হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩২৯ জন।

সাপ্তাহিক পরিসংখ্যান অনুযায়ী—

  • ২৬ জুলাই: মৃত্যু ৩, ভর্তি ৩৩১ জন

  • ২৭ জুলাই: মৃত্যু ৩, ভর্তি ৪০৯ জন

  • ২৮ জুলাই: মৃত্যু ২, ভর্তি ৩৯৪ জন

  • ২৯ জুলাই: মৃত্যু ১, ভর্তি ৩৯৩ জন

  • ৩০ জুলাই: মৃত্যু ২, ভর্তি ৩৮৬ জন

  • ৩১ জুলাই: মৃত্যু ২, ভর্তি ২৭৮ জন

  • ১ আগস্ট: মৃত্যু শূন্য, ভর্তি ১৩৮ জন

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২১ হাজার ১১৮ জন। এর মধ্যে ১৯ হাজার ৭২৮ জন ইতোমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩ জনে।

এর মধ্যে শুধুমাত্র জুলাই মাসেই ডেঙ্গুতে ৪১ জনের মৃত্যু হয়েছে, যা বছরের মধ্যে এক মাসে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, “ডেঙ্গু এখন আর মৌসুমি রোগ নয়, এটি সারা বছরই হচ্ছে। তবে বৃষ্টি শুরু হলে এর প্রকোপ আরও বাড়ে।” তিনি বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু মশা নিরোধক ওষুধ ব্যবহার নয়, সিটি করপোরেশনকে সক্রিয়ভাবে সচেতনতামূলক প্রচার চালাতে হবে এবং জনসাধারণকেও বাড়তি সচেতন হতে হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!